বিধাতার হাসি নিয়েছি মেনে আনমনে
তোমার বোবা অভিমানে চোখ ভরা জল
ভোরের শিউলি তোমার দুঃখে শুধুই কাঁদে
নীরবে ঝরে এক বুক বিরহ প্রেমগাথা।


হিমেল বাতাসে কোন বারুদের গন্ধ নেই
তবু শরীর জুড়ে পুরুষ বারুদের গন্ধ ...
শঙ্খ চিলের ডানায় সোনালী ভোরের স্বপ্ন
শিউলি ফুল তবুও ঝরে যায় হিমেল বাতাসে।


উৎসব শেষে ফিরে গেছে পুরুষ মৌমাছি
রেখে গেছে ভালোবাসার ওম নারীর দেহে
উৎসব উল্লাসে খুলে গেছে শরীরের গোপন দরজা
নারীর শরীরে ধীরে ধীরে বাড়ছে অনাগত ভবিষ্যৎ।


দিন চলে যায় বছর যায় ফুরিয়ে
আবার আসছে সোনালী নতুন বছর -
পুরুষ মৌমাছি আসে না ফিরে আর
ক্ষণ সুখ ভেঙে যায় টুকরো অভিমানে।।


          *****