রাত কত হল কে জানে – ঘুম নেই চোখে
বাউলের গান থেমে গেছে চাঁদ ডোবা আলোতে
মাটির গন্ধ ভুলেছে বাউলের উদাসী গান
ভাটিয়ালী বাউলের গান তবুও থেমে থাকে না।


সামান্য বৃষ্টিতে মাটির চেনা গন্ধটাও অচেনা
মনের মধ্যে যেন এক কাঁটাতারের উপাখ্যান
তাকে টপকানোর চেষ্টা করলেই মাঝরাত জেগে ওঠে
বৃষ্টিতে ঝরাপাতাগুলো কেমন ঘুমিয়ে পড়েছে!


মেঘ সরে গিয়ে আকাশে উঠেছে একাদশীর চাঁদ
নক্ষত্ররা আবার স্বমহিমায় হাসছে নিজস্ব আলোকবৃত্তে
রাত কত হল ঠিক ঠাওর করতে পারছি না
তবুও ঘুম হারিয়ে গেছে অপয়া দু’চোখ থেকে।


শূন্য থেকে শুরু কড়া জীবন আবার যেন শূন্যতে
জোনাকির দল অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে
মায়ের আঁচলের গন্ধটা আজ বড্ড মনে পড়ছে
শৈশব চুরি করে মাও আকাশের নক্ষত্র হয়ে গেল একদিন!!


            ******