ভীষণ মনে              পড়ছে তোমায়
        কোথায় তোমার নীড়
তুমি আছো              আমি আছি
          অচেনা মুখের ভিড়।


কিশোর বেলায়             হাতটি ধরে
              বন্ধু আমার ছিলে
রঙের খেলায়               স্পর্শ দিয়ে
             হৃদয় কেড়ে নিলে।


উষ্ণ শরীর              লাজুক হাসি
         ওষ্ঠে সোহাগ আলো
অবুঝ তুমি                হলে কখন
        ভুলেই করেছ ভালো!


এক নিমেষে             হারিয়ে গেল
           অন্ধ সুখের আশা
ফুলের মালা              শুকিয়ে হল
           নীরব চোখের ভাষা।


আজ অবেলায়               পড়ছে মনে
              লাজুক নারী তুমি
সুখের ঠিকানায়             অন্য পুরুষ
             ভ্রান্ত পথিক আমি।।


               ****