পাথর বুকে রঙ করেছি
হাসছি যেন সদাই
হৃদয় নিয়ে করছি খেলা
মননে এঁকেছি খোদাই।


ফুলের হাসি ওষ্ঠে নিয়ে
দেখাই কতো সুখী
কষ্টে আছি বলবো কাকে
নই আমি চন্দ্রমুখী!


শরীর জুড়ে যৌবন রোদ
মিথ্যে করি নাটক
সবাই বলে রাতের নারী
দেখাই নাকি চটক!


রঙিন জীবন পথ হারিয়ে
খুঁজছে মধ্য রাত
মধুর লোভে আসে কাপুরুষ
জোটেনা তবুও ভাত!


নিত্য নতুন লোভের ফাঁদে
দিতেই হবে পা
অন্ধ জীবন কেন বোঝেনা
সবাই করে দূর ছ্যা!


   ****


রচনাকাল – ০১.০২.২০২১