তছনছ হয়ে গেছে জীবনের মানে
তবুও আমরা বাঁচতে শিখে গেছি -
কি ভাবে প্রকৃতি ও পরিবেশের সাথে লড়াই করতে হয়।


রঙিন জীবনে লেগেছে ধূসর গোধূলির কালো রঙ
হৃদয়ের অলিগলিতে অন্ধকারে ভরা বিষণ্ণ ইতিহাস
ঝড়ো হাওয়ার মতো উড়ে গেছে সবুজ গালিচার কার্পেট।


টুকরো টুকরো অভিমানগুলো কাকে জানবো –
ভিতরের ক্ষরণটা যে কারুর চোখে পড়ে না একবারও
সরীসৃপের মত আর মাথা তুলে চলতে পারি না।


বেঁচে থাকার লড়াইটা তবুও ছাড়ি নি আজও
কপালে লিখে দিয়েছে দারিদ্র্যের পোড়া তিলক
চাঁদ ডুবে যায় নিশুতি রাতের আঁধারকে বুকে জড়িয়ে।


ঘাস ফড়িংগুলো আর আগের মত লাফাতে পারে না
প্রকৃতির সমস্ত জীবজন্তুর চোখেমুখে এখন মানুষের মতই আতঙ্ক
বিচ্ছিন্ন দ্বীপের মত বেঁচে আছে আধুনিক সভ্য মানুষ।


     ******


রচনাকাল – ১৯/০৭/২০২১