অন্ধকার ভেদ করে চাঁদের আলো এসে পড়েছে মাটির উঠোনে
মায়াবী রাতের মরমী কাব্যই হল অন্ধকারের চাঁদ
চাঁদের কলঙ্ক বুকে জড়িয়ে মিটিমিটি হাসে জোনাকির দল
রাতের অন্ধকার গিলে খায় চাঁদের জ্যোৎস্না।


সম্পর্কের ভিজে দেওয়ালে অলিখিত নীরব চুক্তি
অভিমান করে জোনাকির আলো শরীর খুঁজে বেড়ায়
নেশার মতো মানুষ হিসেব মেলাতে চায় সারা জীবন।


বর্ষার মেঘে গর্জন না থাকলেও বৃষ্টি প্রবল হবেই
ভালোবাসার ইমারতে যতই খানাখন্দ থাকুক সবই ভরে টইটম্বুর
অন্ধকারের চাঁদ হারিয়ে গেছে বৃষ্টির জলোচ্ছ্বাসে।


শ্রাবণ মেঘ আকাশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অবলীলায়
রামধনুর রঙ পুব আকাশে যেন ডানা মেলে দাঁড়িয়ে আছে
হৃদয়ের জানালায় উঁকি মারছে একফালি মরমী রোদ্দুরের ছোঁয়া
অন্ধকারের ঠিকানা মুছে দিয়ে চাঁদ উঠবে কোনো এক শ্রাবণ সন্ধ্যায়।


            ******


রচনাকাল  - ১৩|০৮|২০২১