লিমেরিক – ল্যাংড়া
*************


বৃষ্টি বুঝি পথ হারিয়ে করছে কোথাও ঝগড়া
শ্রাবণ মাস যায় পেরিয়ে বর্ষা দেবে কী বাগড়া
ঋতু বদল প্রকৃতি পাগল
সভ্য মানুষ হচ্ছে ছাগল
বহুতল গড়ে গাছ কেটে তোরাই হবি ল্যাংড়া!


   ******


লিমেরিক – অন্ধ
***********

হাসছে শিশু হাসছে নদী হাসছে আকাশ পাখি
বৃদ্ধ বৃদ্ধা অবাক হাসে দু’নয়ন মেলে দেখি
বৃদ্ধাশ্রম হোক না বন্ধ
সভ্য মানুষ জেনো অন্ধ
ঠাম্মা দাদুরা থাকুক ঘরে হৃদয়ে স্বপ্ন আঁকি।
  
*******


রচনাকাল - ০১/০৮/২০২০