আকাশে জমছে মেঘ -
বাতাসে লুকিয়ে আছে বৃষ্টির উপকথা
হৃদয় গভীরে ডুব দিয়ে দেখো আসমুদ্র হিমাচল
মেঘের সাথে কৃষকের আত্মিক যোগ আছে।


অন্ধকারের কাব্য ভুলে গিয়ে কৃষক গাইবে জীবনের গান
পেটকাটি চাঁদিয়াল উল্লাস করে মুক্ত আকাশে
কৃষকও ওদের মতো উল্লাস করতে পারবে কী?


বেঁচে থাকার আনন্দ রঙমশাল হয়ে জ্বলুক চিরকাল
চাষের জমিতে বৃষ্টি ফোঁটার স্পর্শ শিহরণ জাগায়
সবুজ ঘাসের দল উৎসবে মেতে ওঠে বৃষ্টির সুগন্ধে।


জ্যৈষ্ঠের গুমোট গরম থেকে মুক্তির পথই হল এক পশলা বৃষ্টি
স্বপ্ন দেখতে ভালো লাগে প্রতিটি মানুষের -
সেই স্বপ্নের উৎসারিত আলোয় স্নান করতে চায় সব্বাই।


           ******


রচনাকাল  - ০২|০৬|২০২২