বিচার সভায় মন্ত্রী রাজা
              আছেন অনেক গুণীজন
সঠিক বিচার হয় প্রহসন
               হাসছে দেখো মহাজন!


চাষের জমি নিচ্ছে কেড়ে
              জীবন যেন খড়কুটো
অন্ধ বিচার উল্লাসে হাসে
              জীর্ণ শরীর ফুটোফুটো!


সবুজের বুকে সোনালী ফসল
                      নীলাকাশ হয় মুগ্ধ
ঋণ আদায়ে মহাজন আসে
                      কৃষকের হৃদয় দগ্ধ!


বেদনার গান মৃত কান্নায়
                     নীরবে নিভৃতে কাঁদে
দমকা হাওয়ায় ফালাফালা হয়
                     গরীব পড়েছে ফাঁদে!


দাবার ঘুঁটি উল্টে যায়
                 চোখে সরষে ফুল
ন্যায় বিচার পায়না কখনো
                 বিচার সবই ভুল!


  ****