লাজুক রোদ্দুরের কাছে করেছি অঙ্গীকার
ওষ্ঠের স্পর্শে ভাঙন শুরু হয় হৃদয়ের অলিগুলিতে
বুকের বদ্বীপে ক্ষয়ে যাওয়া সময় থমকে দাঁড়িয়ে।


আকাশে ঘুড়ির মিছিলেও মেঘেদের কোলাহল
লাজুক রোদ্দুর মেঘের ফাঁক দিয়ে উঁকি দেয়
আচমকাই এক এক কাটতে থাকে ঘুড়ির মিছিল।


চোখের পলক ফেলতে না ফেলতেই আকাশ ফাঁকা
কোথায় গেল এতগুলো রঙিন ঘুড়ি –
যেন ব্রিগেডে সভা শেষ হতেই জনসমুদ্র হাওয়া!


পড়ন্ত বিকেলের ছায়া লাজুক রোদ্দুরের মুখে
বুকে জ্যোৎস্নার আলো পড়ছে মায়াবী ভঙ্গিমায়
নারী শরীরের স্থাপত্য নির্মাণ শুধুই সময়ের অপেক্ষায়!


          ******