ভুয়ো সুখ
********


কোনটা সত্যি কোনটা মিথ্যে
যেন গোলক ধাঁধা
পথের বাঁকে যায় হারিয়ে
জীবন ছন্দে বাঁধা!


আসল নকল হয় একাকার
খুঁজি সত্যি মুখ
আসল ছেড়ে নকল ধরি
সবই ভুয়ো সুখ!


      *****


সেদিন চৈত্র মাস
***********


বিরহের মেঘ জমছে হৃদয়ে
বসন্ত এসেছে দ্বারে
লাজুক আঁখিতে খুশির ঝলক
বেদনার বালুচরে।


মন যমুনায় ভাসাই তরী
সেদিন চৈত্র মাস
দুয়ারে এসে নাড়ছে কড়া
আমি যে তোমারি দাস!


        ********


একফালি চাঁদ  
*********


শিমুল পলাশ হয়েছে রঙিন
জীবনের গান গাওয়া
হৃদয় জুড়ে খুশির আবেশ
এসেছে বসন্ত হাওয়া।


একফালি চাঁদ উঠোন জুড়ে
ছড়ায় মধুর আলো
মাটির মানুষ চায়না কিছুই
মুছুক যতো কালো।


       *******


হলুদ শাড়ি
********


তীব্র দহন হয়েছে শুরু
পুড়ছে সবুজ বন
চৈত্র দুপুর অলস সময়
চিলেকোঠা নির্জন।


হলুদ শাড়ি লাজুক নারী
ভাটিয়ালি সুরে গান
অধরে হাসি নীল দোপাটি
হৃদয়ে ডেকেছে বাণ।


      ********


    শপথ
*********


চীন, লন্ডন, স্পেন, ইতালি
খুঁড়ছে তাদের কবর
মৃত্যু মিছিল রুখেই ভারত
খবর করেছে জবর!


আতঙ্ক নয় সতর্ক হও
বাঁচতে যদি চাও
'করোনা'কে করবো বিদায়
এমন শপথ নাও।
  
     *******