অন্যমনস্ক বাতাসে বিরহী মেঘের আনাগোনা
স্বপ্ন কাজল শুকিয়ে গেছে দুপুর মেঘের চোখে
ভরা বরষা নয় তবুও ফাগুন হাওয়ার মাঝে
দস্যি মেঘের দুরন্তপনা ...


ঘন ঘন বিদ্যুৎ চমকের মাঝে বজ্রপাতের আওয়াজ
ঝোড়ো বাতাসে দাবানলের মত ছড়িয়ে পড়ে মেঘ
নতজানু হয় মধ্য দুপুরের আকাশ –
হঠাৎ মেঘ চিরে শুরু হয় শিলাবৃষ্টি।


কচি কচি আমের শরীরে বরফ ঠাণ্ডা জল
ঝরে পড়ে আম শিলাবৃষ্টির দৌরাত্বে -
ভেজা মাটির গন্ধে শরীরে আনে এক অন্য আবেশ
বর্ষণহীন মাটি ক্রমশ ভিজে ওঠে আপন খেয়ালে।


অন্যমনস্ক বাতাস ভারী হয়ে ওঠে এক পশলা বৃষ্টিতে
জুড়ায় পৃথিবীর প্রাণ নব আনন্দে ...
স্বপ্ন কাজল ধুয়ে যাচ্ছে মেঘের চোখ থেকে
সন্ধ্যার আঁধার নেমে আসে অনাগত বৃষ্টি উপেক্ষা করে।।


                  *******