তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে মনের আবর্জনা
বসন্ত বাতাস ফিকে হচ্ছে ক্রমাগত
গ্রীষ্মের দাবদাহ হয়েছে শুরু
চোখ ঝলসে যাওয়া রোদ্দুরে
হেঁটে যায অন্তঃসত্ত্বা এক নারী।


অনাগত সন্তানের সুখ কিনতে পথে
বাড়িতে বাড়িতে কাজ করে অসুস্থ শরীরে
বসে থাকবে এমন উপায়ও নেই
পেট চলবে কী করে কাজ না করলে!


না খেয়ে থাকলে ভেতরেরটা ছটফট করে
অভুক্ত শরীরে থাকা নিষেধ ডাক্তারের –
ভালমন্দ কিছুই জোটে না দু’বেলা
হয়তো জন্ম নেবে হাড় লিকলিকে শত্তুর।


আনমনে হাত বোলায় অনাগত শিশুর গায়ে
দুচোখ বেয়ে নামে জলের ধারা ...
তবুও প্রখর তাপে হেঁটে চলে এবাড়ি সেবাড়ি
শত কষ্ট উপেক্ষা করে।।


    ********


রচনাকাল – ২৩/০৪/২০১৮