পালঙ্কের উপর সুসজ্জিত সুরভিত বিছানা
অভিমান চুইয়ে পড়ছে রজনীগন্ধার সুগন্ধির সাথে
স্মৃতি পটে আঁকা নীরব ভালোবাসা মুগ্ধতা খুঁজে বেড়ায়!


জ্যোৎস্নার আলো মাখছে রাত জাগা বিরহী পাখি
মনের গহীনে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে
আকাশের তারাগুলো মিটিমিটি হাসছে ভরা জ্যোৎস্নায়!


ওষ্ঠের উঠোন জুড়ে সুবাস ভরা সৌরভ ...
ভালোবাসার উপত্যকায় জীবন কত উন্মাদনাময়
রূপ, রস, গন্ধে একাকার হয়ে যায় দুটি হৃদয়!


পালঙ্কের বিছানা প্রতীক্ষা করে একটু স্পর্শের জন্যে
ঘূর্ণিঝড়ের মত ভালোবাসার উপকূল লন্ডভন্ড হয়ে যায়
সমস্ত রাত্তির যেন এক নতুন সভ্যতার রঙমশাল!


নীল সাগরের জলে নেমে যায় অভিন্ন দুটি বুভুক্ষু শরীর
রজনীগন্ধার সৌরভে ভরে ওঠে পালঙ্কের বিছানা
সারাটা জীবন অনুভবের সিঁড়ি বেয়ে ভেসে যায় মায়াবী ভালোবাসা!


       *********