অনুকবিতা  -  পোড়া পাণ্ডুলিপি
**********************
তীব্র দহন ঝলসানো রোদ
শান্তি কোথাও নাই
শুকিয়ে গেছে জমির জঠোর
একটু আরাম চাই।


কষ্ট কথা বলবো কাকে
মানুষ জনম বৃথা
জীবন যেন পোড়া পাণ্ডুলিপি
কপালে দুঃখ লেখা!


          *******


অনুকবিতা  -  শুধুই মুখোশ
*********************


মানুষ কবে সভ্য হল
পাইনা এখনো ভেবে
পৃথিবীর যতো সুখের হাসি
মানুষই ছিনিয়ে নেবে!


খুন ছিনতাই ধর্ষণ রাহাজানি
সবই করে মানুষ
সভ্য পোশাক শুধুই মুখোশ
মানুষ চিরকাল ফানুস!


        *******


অনুকবিতা  -  অহংকার
*****************


অহং দেখিয়ে বলছে মানুষ
হাতের মুঠোয় ধরা
গাছ কেটে বহুতল গড়ছে
জীবনে নামবে খরা।


গাছ লাগিয়ে বাঁচাও প্রাণ
এসো আওয়াজ তুলি
গাছের বুকে করাত রুখে
মরণকে মোরা ভুলি।


         ********


অনুকবিতা  -   ভরা কোটাল
********************


ভরা কোটালে বাঁধ ভেঙেছে
ঢুকছে গ্রামে জল
লোনা জলে চাষের জমি
ফলবে কী ভালো ফল?


বর্ষার আগে এমন দশা
কেমনে হবে চাষ
মাটির বাড়ি ভাঙছে স্রোতে
সবই হবে নাশ ।


       ********


রচনাকাল  -  ০৬|০৬|২০২০ (সবকটি)