অনুকবিতা  -  জীবন শূন্য খাঁচা
********************


দিন আনা দিন খাওয়া
শ্রমিক ঘোরায় চাকা
রক্ত দিয়ে ইমারত গড়া
কান্না ওদের ঢাকা!


রোজ দুবেলা জোটে না ভাত
এই কী বলে বাঁচা
জনম জনম শ্রমিক মরে
জীবন শূন্য খাঁচা।


       *******


অনুকবিতা  -  কাঁটাতার
****************


কাঁটাতার দিয়ে ভালোবাসা ভাগ
হবে না কখনো বন্ধু
দুটি মনের মিলনের তরে
হৃদয় করো সিন্ধু।


পাখির ডানায় চাবুক মেরে
বন্ধ করো আকাশ
এমন শক্তি আছে কারো কী
আটকাও দেখি বাতাস!


        ********


অনুকবিতা  -  বিধাতা
**************


ঘরেতে মানুষ আটকে রেখে
বিধাতা দেখছে মজা
থাকবে ঘরে আর কতদিন
এবার মানুষ সোজা!


নতজানু হয়ে বিধাতার কাছে
চাওনা প্রাণ ভিক্ষা
অহং দেখালে এই পরিণাম
বিধাতা দেবেন শিক্ষা!


        *********


অনুকবিতা   -  মরা রোদ্দুর
******************


মাথার উপর ঘুরছে পাখা
তবুও ঝরছে ঘাম
খেটে খাওয়ার রাস্তাও বন্ধ
শ্রমিকের নেই দাম।


মুখের হাসি মিলিয়ে গেছে
আসছে চোখে জল
গরীবের ঘরে মরা রোদ্দুর
নেই সেখানে ছল!


         *******


রচনাকাল - ০৩|০৫|২০২০