সুদের উপর সুদ
****************


হৃদয়ের হাসি হচ্ছে বিলীন
শুকায় মুখের আদল
আকাশ জুড়ে মেঘের ভেলা
নামবে বোধহয় বাদল।


ঋণের বোঝা বাড়ছে ক্রমেই
সুদের উপর সুদ
সব হারিয়ে সুখের খোঁজে
নেশায় মানুষ বুঁদ!


     *******


সুখের ভাষা
*************


বদলে গেছে সুখের ভাষা
রাত্রি কথা কয়
বাঁচার যুদ্ধ করছে সবাই
মৃত্যু দেখে ভয়!


বাড়ছে ক্রমেই মৃত্যু মিছিল
থমকে গাছের পাতা
ভয় পেওনা রুখবো সবাই
বন্ধ মরণ খাতা!


     ******


হাঙরের খিদে
*************


হাঙরের খিদে পেটের ভেতর
দুমুঠো কোথায় পাই
বুকের পাঁজরে হাড় ক'খানা
কান্না লিখছে তাই।


দুমুঠো ভাত কষ্টে মেলে
কখনো বা বাসি রুটি
ধূসর গোধূলি উপবাস করে
কবে যে পাব ছুটি!


        ******


মেরুদণ্ড
**********


প্রকৃতি আছে এখনো সবুজ
ভাবনা কিসের ভাই
দুমুঠো অন্ন জুটেই যাবে
আশায় দিও না ছাই!


জোনাকি আলোয় পাইনা দেখা
খুশির একটু ভুবন
মেরুদণ্ড বেঁকে মাটিতে মেশে
এই কী সুখের জীবন!


          ******


পৃথিবী হয়েছে বোবা
********************


লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল
বড়ই কষ্টে আছি
জীবনের রঙে আঁধার ঘনায়
মরণ হলেই বাঁচি।


আকাশে বাতাসে কান্নার রোল
পৃথিবী হয়েছে বোবা
মারণ রোগ গ্রাস করেছে
শরীরে দিয়েছে থাবা।


        ********