অনুকবিতা  -  স্বর্গ দ্বার
*********************


অচেতন মনে এঁকেছি ছবি
জীবনে রঙিন ভোর
দুঃসময়কে দেবো হারিয়ে
আছে মনের জোর।


সারা পৃথিবী কাঁদছে জানি
তবুও মানিনি হার
জীবন যুদ্ধে লড়াই করে
খুলবো স্বর্গ দ্বার।


       ******


অনুকবিতা  -  ঘূর্ণি ঝড়
*********************


সবুজ বনানী কাঁপছে ভয়ে
আসছে ঘূর্ণি ঝড়
আতঙ্কে আছে সব মানুষই
ভাঙবে কী কুঁড়েঘর!


প্রকৃতির রোষে হারছে মানুষ
ঈশ্বর কেন বিরূপ
তুমিই প্রভু দয়াময় মানি
দেখাও তোমার স্বরূপ।


         ********


অনুকবিতা  -  সুখের রথ
******************


আর কতদিন কাঁদবো মোরা
দেখাও আলোর পথ
বাঁচতে চাই লড়াই করে
চাইনা সুখের রথ।


দুবেলা দুমুঠো খেতে পেলেই
মিটবে মনের শান্তি
দম্ভ অহং ভুলবো এবার
শরীরে এসেছে ক্লান্তি।


        ********


অনুকবিতা  - জীবন ভুলে ভরা
*********************


সাদা ডানায় রামধনু রঙ
উড়ছে বকের দল
মুক্ত আকাশ ডাকছে ওদের
নেই সেখানে ছল!


প্রকৃতির সাথে পাখির ঝাঁক
করছে বকম বকম
মানুষের জীবন ভুলেই ভরা
দেখায় রকম সকম!


       ********


অনুকবিতা  - পরিযায়ী শ্রমিক
*********************


মাইলের পর মাইল পথ
হাঁটছে অভুক্ত মানুষ
মরণ হচ্ছে এখানে ওখানে
জীবনটা যেন ফানুস!


পরিযায়ী শ্রমিক ঘরে ফেরাও
রাজনীতি হোক বন্ধ
ফিরুক ওরা সুস্থ জীবনে
হয়োনা তোমরা অন্ধ।


         *******


রচনাকাল  -  ১৬|০৫|২০২০  (সবকটি)