অনুকবিতা  - অনাসৃষ্টি
*********************

চাঁদের আলো পথ ভুলেছে
রাতটা বোবা কাঁদে
রঙিন জীবনে ধূসর গোধূলি
মানুষ পড়েছে ফাঁদে।


ডাকছে আকাশ সকাল সাঁঝে
সাথে অঝোর বৃষ্টি
পথিক খোঁজে চাঁদের আলো
চলছে অনাসৃষ্টি!


      *******


        অনুকবিতা  -  অনাহার
**********************


মরা নদী জাগবে এবার
আসছে বাদল দিন
বৃষ্টি সোহাগে ভিজবে বনানী
হৃদয়ে খুশির বীন।


কৃষকের মুখে ফুটবে হাসি
অনাহার হবে দূর
সোনালী ফসলে ভরবে মাঠ
গীটারে বাজবে সুর।


      *******


     অনুকবিতা  -  জ্বলবে কবে আলো
************************


বন্ধ টিভি বন্ধ পাখা
বন্ধ আলোর বাতি
ছিঁড়েছে তার ভেঙেছে পোস্ট
আঁধার হয়েছে সাথী।


পাখা টিভি চলবে কবে
জ্বলবে কবে আলো
দশটি দিন পেরিয়ে গেল
আঁধার লাগে কী ভালো?


       ********


        অনুকবিতা  -  ফাঁদ
********************


গ্রাম বাংলা এখনো আঁধারে
ভাঙলো নদীর বাঁধ
চাষের জমি জলের তলায়
প্রকৃতি পেতেছে ফাঁদ!


ঝড়ে ভেঙেছে মাটির বাড়ি
হারিয়ে গেছে সুখ
মাথা গোঁজবার ঠাঁইটুকু নেই
জীবনে এসেছে দুখ!


       ********


       অনুকবিতা  -  লুকোচুরি
***********************


রোদ্দুর মেঘের লুকোচুরি
চলছে সারা বেলা
সাঁঝের আগেই আকাশ আঁধার
খেলছে বৃষ্টি খেলা।


সুখের সময় হারিয়ে গেছে
করছি কঠিন লড়াই
বৃষ্টি নিয়ে মনের সুখে
করবেনা কেউ বড়াই!


        ********


রচনাকাল - ২৭|০৫|২০২০ (সবকটি)