সারাটা জীবন খুব বাঁচতে চেয়েছিলাম
মনের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গ কাজ করতো অহরহ
হাওয়ায় ভাসতাম সময়কে উপেক্ষা করে।


এখন পাল্টে গেছে রঙিন জীবনের রঙ
মরা চাঁদের আলোয় হারিয়ে যাচ্ছে সবকিছু
বেঁচে থাকার মানেটা ক্রমশ ফিকে মনে হয়।


জীবনের হাসিতে লেগেছে গ্রহণের কালো ছায়া
বিষণ্ণ মেঘ জমতে শুরু করেছে হৃদয়ের অলিতে গলিতে
একরাশ একাকীত্বের অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে।


রক্তচাপ বাড়ছে শরীরের ছায়াঘন মরমিয়া পথে
গভীর দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ বেলাভূমি জুড়ে
আকাশে থেকে ভেসে আসছে শকুনের কর্কশ আওয়াজ।


এখন সত্যিই খুব বাঁচতে ইচ্ছে করছে ...
জীবনকে নতুন ভাবে অনুভব করতে চাই
তিল তিল করে না মরে একবার অন্তত ঘুরে দাঁড়াতে চাই।


         ********