মাফ করুন বাবু, গরীব ঠিকই
অপমানটা বুঝতে পারি -
ছুড়ে ভিক্ষা দেবেন না!


ধারালো অস্ত্রের মতো কথাটা কানে বাজে
টাকাটা মাটি থেকে কুড়িয়ে হাতে দেয়
বেশ ভালো লাগছে, বাবুটির ব্যবহার।


সম্পর্কের চোরা গন্ডিতে সব্বাই চলতে চায়
ক'জনই বা আছে আমাদের মানুষ বলে মনে করে
অপমান করা সভ্য সমাজের একটা মুদ্রাদোষ।


কান্না পাথর হয়ে যাচ্ছে ক্রমশ ...
সভ্যতার রঙ ফিকে হয়ে আসছে দিনে দিনে
হাঁটু মুড়ে বসে আছে ঈশ্বর, নশ্বর মানুষ যে বড়ই অহংকারী!


আঁধার পথে খুঁজে বেড়াই সুখের সৌধ
ভিক্ষাবৃত্তি মানুষের বেঁচে থাকার লড়াই
অবহেলা করে মানুষ রুপী ঈশ্বরকে নাই বা করলাম অপমান।


       ******


রচনাকাল  - ০২|০৩|২০২১