অপমানটা বড্ড লাগে একেবারে অন্তরের ভিতরে
ঝড় উঠুক, দাঁতে দাঁত চেপে সে লড়াই করা যায়
কিন্তু অপমান, কেউ অপমান করলে হৃদয় জুড়ে শুরু হয় ক্ষরণ।


কাগজের নৌকা বানিয়ে খেলা করার দিন শেষ
এখন বুঝতে শিখেছি অনেক অবুঝ কথাও ...
আর অপমান, বড্ড লাগে হৃদয় ছুঁয়ে চলে যায় যন্ত্রণার ঢেউ।


বসন্ত আকাশ, তবুও মানুষ পোড়ার গন্ধ পাই
বুকের জমিতে হিলহিল করে বেড়ে উঠছে বিষাক্ত রোগ
সামান্য মাটির গন্ধ পেয়েই ছড়িয়ে পড়ছে সারা শরীরে।


জ্বলন্ত চিতায় পুড়ছে মানুষ, অপমানটাও কী পুড়ে হচ্ছে ছাই
যতদিন বেঁচে থাকবে অপমানের জ্বালা কুরে কুরে খাবে চিরকাল
বুকের পাজর খুলে দেখানো যায় না সেই অপমান দাগ!


চৈত্রের প্রথম প্রভাতে সবুজ বনানীও হাসছে -
এক সমুদ্র দুঃখ নিয়ে মানুষ অভিমান করে বসে আছে
অপমান ভুলবে কেমন করে, সে জ্বলছে হৃদয়ে দাউদাউ করে।


          *********