ঝলসানো রুটির মত পুড়ে গেছে শরীর
চেনা মুখটাও কেমন অচেনা লাগে -
বরফের মত শরীর থেকে উবে যাচ্ছে কুয়াশার আস্তরণ।


পূর্ণিমা চাঁদের আলোয় শরীরটা বড় বেমানান
ঝলসে যাওয়া রুটি তবুও খাওয়া যায়
কিন্তু ঝলসে যাওয়া শরীর কে দেখবে মুখ তুলে!


অপয়া বলে সব্বাই মুখ ফিরিয়ে নেই
চেনা মানুষও যেন কেমন করে বদলে যায়
ভালোবাসার ক্ষতস্থানে ঘা টনটন করে ওঠে যন্ত্রণায়।


ঝলসানো চাঁদ কী কখনো অভিমান করে কারুর উপর
মানুষের তো হৃদয় আছে, সে বুঝতে পারে সবকিছু
অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা বড্ড বেশী চোখে পড়ে।


রাতের অন্ধকারটা খুব সুন্দর মনে হয় –
এখানে কেউ দেখতে পায় ঝলসানো শরীররে কান্না
হিমেল বাতাসের স্পর্শে অভিমান হয় আরো দ্বিগুণ।


     *******


রচনাকাল – ০৬/০১/২০২১