আপস করে বেঁচে আছি
আপসে করি ঘর
নইলে দেবেনা দুমুঠো ভাত
কাছের মানুষও পর!


দুটো মেয়ে কেন হল
জবাব কোথায় পাই
শ্বাশুড়ি স্বামী লাথিই মারে
দুঃখ লুকাই তাই!


যাবার জায়গা নেই কোথাও
মুখ বুজেই থাকি
ছেলে নাহলে তাড়িয়ে দেবে
ওটাই শুধু বাকি!


যত দোষ নারীর কেন
পুরুষ হল সাধু
মেয়ে জন্মে কোথায় দোষ
শাস্তি পাবে বধূ!


আপস করে কজন বাঁচে
বধূর চোখে জল
নীরব দুঃখ ভুলব কেমনে
এটাই কী কর্মফল!


নারী এখন অনেক স্বাধীন
প্রতিবাদ করে নারী
তবুও হাসে সভ্য সমাজ
লজ্জায় মরি মরি!


   *****