অ্যাকোয়ারিয়ামের জলে খেলা করছে রঙিন মাছ
নদী সাগরের মত উন্মুক্ত জায়গা নয় ঠিকই
তবুও ওরা বড্ড যত্নে বেঁচে থাকে ওটার মধ্যে।


অ্যাকোয়ারিয়ামে আছে নানান রঙিন মাছের দল
জীবন্ত সব গাছ গাছালি নুড়ি পাথরে ভরা –
বিলাসের কতো আয়োজন ছোট্ট ঐটুকু কাঁচের ঘরে।


মানুষের জীবন কেন এতো সুন্দর হয় না
কষ্ট করতে করতে মানুষ একদিন দমবন্ধ হয়ে মারা যায়
তার হিসাব কেউ রাখে না কোনোদিন।


পৃথিবীটা বড়ই কঠিন, ভীষণ নির্দয় –
দুঃখ কষ্টের কথা কেউই শুনতে চায় না
সব্বাই চেয়ে চেয়ে দেখে আর ভাবে, আহা কী সুখের জীবন!


অ্যাকোয়ারিয়ামের স্বচ্ছ জলে নিয়ম মত খাবার ওষুধ দেয়
জীবনের কোনো কষ্ট যেন না পায় ঐ সুখী মাছগুলো
আর মানুষ, ক’জন পায় সুখের শামিয়ানায় থাকতে সারাটা জীবন?


বিচ্ছিন্ন দ্বীপের মত মরে বেঁচে আছে আধমরা মানুষ
শৈশব যৌবন কৈশোর বলে কিচ্ছু নেই, কিচ্ছু হয় না ...
আছে শুধু বার্ধক্য, কষ্ট যন্ত্রণার অ্যাকোয়ারিয়ামহীন জীবন।


     ******


রচনাকাল – ০৫/০৮/২০২১