একটু একটু করে বাড়ছে রোদ্দুরের তেজ
দোল উৎসব শেষ হতেই বাতাস থেকে উবে যাচ্ছে ঠান্ডার স্পর্শ  
রঙ বেরঙের আবির ছড়িয়ে আছে পথে ঘাটে জনতার মধ্যে।


চৈত্রের বাতাসে দাবানলের ছোঁয়া লাগল বলে
অরণ্যের আবেগ বুকে জড়িয়ে বাঁচতে চায় সব্বাই
প্রকৃতির ভারসাম্য বজায় রাখাটা ভীষণ জরুরী।


সভ্যতার মুখে চুনকালি লাগাতে ব্যস্ত এক শ্রেণীর অ-সভ্য মানুষ
এক চিলতে হাসি পাবার অধিকার সবারই আছে
কিন্তু হাসতে গেলেই কারা যেন মুখটা চেপে ধরে অজান্তেই।


পাথরে মুখ থুবড়ে পড়েছে বসন্তের বেদুইন রোদ্দুর
সেখানেও জন্ম নেয় বহু নাম না জানা গাছ
অরণ্য শুধু সমতলে নয় যেখানে আছে প্রাণের অস্তিত্ব সেখানেই সৃষ্টি হয় বনভূমি।


                *******


রচনাকাল  - ২১/০৩/২০২২