রাতের আলোয় খুঁজেছি আঁধার পথ -
অস্তরাগের রঙিন আলো ছুঁয়েছে বিপথ মন
তীক্ষ্ণ বাতাস বুক চিরে বেদনার কথা বলে
পথের ধুলোয় এঁকেছি ভালোবাসার ক্যানভাস।


দিগন্ত ছুঁয়ে ছুটছে যেন অশ্বমেধের ঘোড়া
গর্ভবতী নারী ভালোবাসার গন্ধ জানে
ওষ্ঠে লেখা সুখের বকম বকম ...
প্রগাঢ় রাতের অনুভুতি সারা জীবন জুড়ে।


সবুজ ফসল কেমনে হল সোনালি আলোক মালা
ভালোবাসার ঠিকানা লেখা সবুজ গাছের দেহে
মাটির বুকে পোঁতা গোপন বীজে জন্ম নেবে
হাজার হাজার সোনায় মোড়া হৃদয়।


চোখ বুজে দেখি হারানো ছেলেবেলা
ছোট্ট জীবন এক নিমেষে শেষ -
ভালোবাসা ছুঁয়ে কাঁদছে বোকা মেয়ে
ছেলেবেলা ভুলে কখন হলে এক অর্ধাঙ্গিনী।।


      **********