রোদ্দুরের তেজ শুষে নিচ্ছে উত্তুরে হাওয়া
শিউলি ফুলের শুভ্রতা ছুঁয়ে যায় উদাসী মন
পেঁজা তুলো মেঘ কাশের হাওয়ায় ভাসে।


কাগজের নৌকায় জমিয়েছিলাম স্বপ্নের ইমারত
শরৎ মেঘে ভাসিয়েছি ভালোবাসার ভেলা
বুকের ভেতর অগোছালো নদী পথভোলা।


অর্ধেক পৃথিবী ডুবে গেছে আঁধারে
ভালোবাসা ভাগ হয়েছে অর্ধেক ...
চোখের কাজল শুকিয়ে হয়েছে আরও কালো।


অর্ধেক অভিমানে ব্যবধান বাড়ায় জীবনে
নগ্ন রাত্তির জানে ভালোবাসার গন্ধ –
দিগন্ত জুড়ে শুধু কালো মেঘ অবেলায়।।


          *******