নদীর বুকে জমছে জল
   আসছে বুকে ভয়
প্রাণটা বাঁচাব কীভাবে এবার
     কেমনে করবো জয়!


শ্রাবণ ধারা ঝরে অবিরাম
   ডুবছে পুকুর খাল
মাছে ভেসেছে পুকুর হতে
   গরীব ফেলে জাল!


কাঁচা বাড়ি ভাঙছে এবার
   চোখে সরষে ফুল
চারিদিকে জল শুধু জল
আশ্রয় কেবলই স্কুল!


ত্রাণের জন্যে হাহাকার ওঠে
    কাঁদে অবোধ শিশু
জলের তোড়ে ভাসছে কত
    অবলা নিরীহ পশু!


চোখের জল নদীর জল
   এরই নাম জীবন
দুঃখের নদীতে ডোবে মানুষ
    কেন আসে প্লাবন!


ইতিহাস বলে প্রতি বছরই
   নদীর দুকূল ভাসে
হাসতে হাসতে গরীব মরে
    শ্রাবণ আসে ত্রাসে!


    ****