সীতার আঁচলে আছে বাঁধা
শ্রী রামের চরণধূলি
তবুও কষ্টে কেটেছে জীবন
বনবাস পরভূমি।


পাতার কুটির মাটির জীবন
রাজপ্রাসাদ হল ফাঁকা
রাজা দশরথ বোবা পাথর
কৈকেয়ী দিল ধোঁকা!


রামের সাথে ভাই লক্ষ্মণ
বনবাস পথে যায়
চোদ্দ বছর তারা গৃহহীন
সীতা বড় অসহায়।


রাম রাবণের হল যুদ্ধ
সীতাকে করলো হরণ
অশোক কাননের বন্দী সীতা
রাম কী করবে বরণ?


অগ্নি পরীক্ষা দিতেই হবে
এটাই বিধির লিখন
জানকী সীতার অভিমানী অশ্রু
প্রভু রামকে করলো স্মরণ।


পাতালে প্রবেশ করলো জানকী
অযোধ্যা আজও কাঁদে
কৈকেয়ী সূর্পণখা থাকবে চিরকাল
মানুষও পড়বে ফাঁদে।


         *******


রচনাকাল  - ১২|০৪|২০২২