কবিতা  -  নেই সম্বল পুঁজি
************************


কান্না কথা লিখতে গিয়ে হারিয়ে যাচ্ছে কাব্য
মরছে শ্রমিক অনাহারে নাকি খিদের কথা ভাব্য।


জনম জনম দুখের আগুনে পুড়েই গেছে সুখ।
সাদা পাতায় জীবন কাব্য শুকিয়ে যাবে মুখ।


বাঁচার ঠিকানা হারিয়ে গেছে তবুও ঠিকানা খুঁজি
দু'চোখ কেমন ঝাপসা লাগে নেই সম্বল পুঁজি।


কাব্য খাতা হয়েছে ধূসর ধুলোয় মিশেছে শব্দ
কলম চলুক সারা রাত্তির কবিরা হবে না জব্দ।


ভোরের আলো লাগল মুখে দুঃখ ভোলার দিন
পৃথিবীর বুকে সুখের পরশ হৃদয়ে খুশির বীন।


               *********
রচনাকাল  -  ১১|০৫|২০২০


***********************
        কবিতা  - আসবে সুদিন
***********************


সুদিন ছিল একটা সময় এখন দুঃসময়
চোখের কোণে পড়ছে কালি পৃথিবীটাই মায়াময়।


পাখির ডানায় বিকেলের রোদ ফিরছে তারা নীড়ে
জ্বলবে এবার সাঁঝের প্রদীপ আসবে আঁধার ঘিরে।


তপ্ত দহন সারাটা দিন ঘুম নেই তো চোখে
মেঘের হদিস নেই আকাশে থাকবো কেমনে সুখে।


লুকিয়ে গেছে পুকুর নদী শুকিয়ে গেছে মাঠ
অলস জীবন কাটেনা সময় ভুলবো সহজপাঠ।


আকাশ ভরা তারার মেলা হাসছে পূর্ণিমা চাঁদ
কঠিন সময়ে নানা অছিলায় পাতছে মায়ার ফাঁদ।


মধ্য রাত্রি যায় পেরিয়ে আসেনা চোখে ঘুম
আসবে সুদিন এই আশাতেই হৃদয়ে খুশির ধুম।


                **********
রচনাকাল  - ১১|০৫|২০২০


*******************
        কবিতা  -  প্রত্যাশা
*******************


পদ্ম পাতার জলের মত সচ্ছ হৃদয় ধারা
চোখ মুছে দেখ উদার আকাশ মৃত্যু ভুলেছে যারা।


রামধনু রঙ খুশির আবেশ শঙ্খ ঘন্টা বাজে
স্বপ্ন দেখি আমরা সবাই যাচ্ছি আবার কাজে।


ঋণের বোঝা বাড়বে না আর হাসছে সোনালী মাঠ
দু'মুঠো অন্ন পাবো সবাই শিখবো সহজ পাঠ।


ঘুরছে চাকা ট্রেনে বাসের উড়ছে আকাশে বিমান
সচল জীবন সুস্থ মোরা শুনবো দেশের বিধান।


খোলা হলো সব দেবালয় মানুক সবার ধর্ম
নিষেধ বাধা থাকবে না আর করো নিজের কর্ম।


দু'চোখে আছে অপার সাগর হৃদয়ে রঙিন স্বপ্ন
ভোর আকাশে নতুন শপথ সেই আশাতেই মগ্ন।


                   ***********
রচনাকাল - ০২|০৫|২০২০