দুয়ার প্রান্তে এসেছে শরৎ
সবাই খোলা আঁখি
আকাশের বুকে মেলছে ডানা
উল্লাসে হাসে পাখি।


শরৎ বাতাসে হিমেল পরশ
শিউলি সুবাস ছড়ায়
ছয়টি ঋতুর সেরার সেরা
এসেছে যেন ধরায়।


বর্ষার মেঘ নিয়েছে বিদায়
উৎসব নেই দূরে
ঢাকের তালে মাতবে মানুষ
আগমনীর সুরে সুরে।


কান্না কথা অনেক হলো
কাশফুল দিগন্তে হাসে
বেদনার মেঘ যাবেই কেটে
সব্বাই খুশিতে ভাসে।


বাঙালি মননে উৎসবের জোয়ার
গরীব থেকে ধনী
মায়ের কৃপায় হাসবো সবাই
থাকবোনা কেউ ঋণী।


      ******


রচনাকাল  - ০১|০৯|২০২১