মাটির বুকে গন্ধ আছে মাটির বুকে আলো
মুগ্ধ চোখে ভোর বাতাসে দূর হবেকী কালো!


মাটির বুকে ফলাই ফসল নানা রকম সবজি
উচ্ছে বেগুন পটল মুলো খাবো ডুবিয়ে কব্জি!


নিরামিষ খাবার সবচেয়ে ভাল খাওনা চেটেপুটে
ভাগাড় মাংস খেয়ে খেয়ে জীবন গেল ঘেঁটে!


শরীর জুড়ে রোগ ভর্তি প্রেসার দু’শো পার
ব্লাড সুগারে ত্রাহি ত্রাহি বাঁচবো নাকো আর!


ডিমও নাকি হচ্ছে প্লাস্টিক জীবন ভেজালে ভরা
হচ্ছে ভেজাল প্যাকেট দুধে সারবে কবে জরা!


কোনটা আসল কোনটা নকল কে আসলে সাধু
ভেজাল মেশালে কোটি টাকা ওতেই বড্ড মধু!


ফলটা খাও বেশি করে আঙুর আপেল কলা
আপেলে আবার মোম লাগিয়ে চোখে ঢুলির মালা!


মিষ্টি খেলে হবে সুগার তবুও খাও মিষ্টি
পচা ছানায় করছে মিষ্টি একি অনাসৃষ্টি!


দেশটা কবে হবে ভাল পদে পদে বিপদ
মরবে কবে দালালচক্র কবে বিদায় আপদ!


       *******