নড়বড়ে হয়ে যাচ্ছে ক্রমশ পা দুটো
চলতে চলতে কখনো বা দু পা অসাড়
আকাশের রঙ মুছে দিচ্ছে কুয়াশার মেঘ
জনম জনম অন্ধকারকে আঁকড়ে ধরেছি
আলোর রেখার সন্ধান পাইনি আজও ...


দেবদারু গাছগুলো বসন্ত হাওয়ায় দুলছে
হাওয়া বদলের সাথে সাথেই যদি পা দুটো সবল হয়
আশায় আশায় থাকি প্রতিটি শীতের শেষ সময়ে।


পাঁজরের নীচে ব্যথাটা মাঝে মাঝে চিনচিন করে
সাদা খাতায় জীবনের সব রঙ ঢেলে দিয়েছি
একটা সময়ে চমকে তাকিয়ে দেখলাম
সাদা খাতার সব পাতাই কালো হয়ে গেছে।


জোনাকির মিটিমিটি আলোতে হাতড়ে বেড়িয়েছি সুখ
অসম্পূর্ণ শরীরটা টানতে টানতে ক্রমশ নিঃশ্বেষ হয়ে গেছি
ফাগুন বাতাসে মিশে যাচ্ছে বসন্ত উৎসবের রঙ...


শৈশব ছুটছে, কৈশোর দুরন্তপনায় ভরপুর -
তারপর থেমে গেছে সবকিছু, হোলির রঙ হয়েছে বিবর্ণ
ক্লান্ত অবসন্ন শরীরটা অন্ধকারেও খুঁজে বেড়াই রঙ উৎসব।


      ********