অশান্ত সময় থমকে দাঁড়িয়ে
দু’চোখ ভরা জল
পাপে ভরেছে সারা পৃথিবী
পাবেই তোমরা ফল!


রঙিন স্বপন যাচ্ছে পুড়ে
নীলাকাশ মেঘে ঢাকা
আলোর রোশনাই সারা রাত্তির
মানুষ ভীষণ বোকা!


হৃদয় দুয়ার করো উজাড়
দেখবে আঁধার আকাশ
সুখী মানুষও পায়না আর
মুক্ত হিমেল বাতাস!


পথ হারিয়ে জোনাকির দল
সাগরে দেয় ঝাঁপ
পাপে ভরা এই দুনিয়া
বলছে বাপরে বাপ!


টুকরো হাসি টুকরো সুখ
মুখ লুকিয়ে কাঁদে
পাপের বোঝা মাথার উপর
মানুষ পড়েছে ফাঁদে!


    ****