'অশনি' ঝড়ে কপালে হাত
ভয়ে কাঁপছে বুক
খুশির জীবন হবেই চুরি
হারিয়ে যাবে সুখ।


আকাশ জুড়ে অশনি মেঘ
মানুষের নেই ঘুম
কখন ঝড়ে ভাঙবে সব
বুক করে দুমদুম।


ঝড়ের ক্ষতি জানে বাংলা
অতীত স্মৃতি কাঁদায়
ভাঙা কুঁড়ে হয় নি সারা
দুঃস্বপ্ন আজও ভাবায়।


নদী উপকূল হবে উত্তাল
সবকিছু যাবে ভেসে
মানুষের পাশে দাঁড়াবে এসে
ধরবে হাতটি হেসে।


আসবে ঝড় যাবেও চলে
থাকবে গভীর ক্ষত
হাসিটুকু থাক চিরকাল
দুঃখ আসুক যত।


     ******


রচনাকাল  - ১০|০৫|২০২২