ঠোঁটের কোণে লুকিয়ে হাসি
করছো মিথ্যে ছল
চুলে কলপ চোখে কাজল
রঙিন নেশার ঢল।


পড়ন্ত বিকেল সন্ধ্যা ঘনায়
বাড়ছে রাতের মায়া
মিষ্টি হাসি দুষ্টু কথায়
শরীর কেবলই ছায়া।


উড়ছে টাকা রঙিন আলো
নেশায় জীবন বুঁদ
সময় এলে দিতেই হবে
আসল এবং সুদ।


চোখের কাজল যাবে উঠে
আসলে নতুন ভোর
শরীর উঠোন হবে কঙ্কাল
কাটবে যখন ঘোর।


রঙিন খেলা রঙিন জীবন
সবই হবে শেষ
বসন্ত দিন নয় চিরকাল
আসবে ক্লান্তি ক্লেশ।


       ******


রচনাকাল  - ০৭|০৪|২০২২