পিছন ফিরে তাকিয়ে দেখি
ধূসর গোধূলি মাঠ
সহজ সরল গ্রামের মানুষ
নিচ্ছে কৃষির পাঠ।


সবুজ বনানী ডাকছে ওদের
শিশির ভেজা পথ
শিশু কিশোর সব মানুষই
খুঁজছে আলোর রথ।


চাষের জমির বুকের ভেতর
লুকিয়ে সোনার ফসল
তবুও কৃষক পায়না খুঁজে
নিজের চাষের আসল।


সুখের খোঁজে পাগল কৃষক
জীবনে শুধুই কষ্ট
মরা রোদ্দুরে বৃষ্টি নামলেই 
ফসল হবে নষ্ট।


চাষ করতে লাগে টাকা
নেই সম্বল পুঁজি
মহাজন আছে হাত বাড়িয়ে
গিলবে যেন আজই!


ভোরের আলোয় স্বপ্ন চুরি
নষ্ট দুখের জীবন
শ্রমের মূল্য পেলোনা কিছুই
অশ্রু সারা জীবন।


      ****


রচনাকাল – ১১/০২/২০২১