অবাধ্য সন্তান, তবুও মা জড়িয়ে ধরে বুকে
শরীরের প্রতিটি তন্ত্রীতে অনুভব করে রক্ত স্রোত
ভ্রুণ ক্রমশ বড় হয় গর্ভে, অলৌকিক ক্ষমতায়।


ভাল মন্দের উপত্যকা পেরিয়ে জন্ম নেয় শিশু
কে ভালো কে মন্দ আগাম বলতে পারে না কেউই
প্রকৃতি ও পরিবেশের জন্যে সন্তান বিপথগামী হয়।


মরুভূমিতে খুঁজতে যেওনা সুখের মরূদ্যান
যদিও বা কখনো কখনো গোবরেও পদ্মফুল ফোটে
বিপথগামী সন্তানের জন্যে মাকে দায়ী করা কী ঠিক?


অসুস্থ পৃথিবীর কান্না কখনও শুনেছ কী?
দারিদ্র্য, বেকারত্ব এ সবেও হারিয়ে যায় সন্তান
স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা জীবনের বাঁকে এসে থমকে দাঁড়ায়।


এক অথবা দুই সন্তান, প্রত্যাশা আছে অনেক
সব্বাই মানুষ হতে চাইলেও তা হয়ে ওঠে না সব সময়
অসুস্থ পরিবেশে উবে যায় বহু সুস্থ সন্তান।


                 ******


রচনাকাল - ২৩|১১|২০২১