জীবনের মধ্য বয়েস হামাগুড়ি দেয় আস্তিনের নীচে
শীতের বিবর্ণ পাতার মত পড়তে শুরু করেছে মাথার চুল
কলপ লাগিয়ে যৌবনকে ধরে রাখার ব্যর্থ চেষ্টা।


চেনা সময়ের গণ্ডি পেরিয়ে যাচ্ছে মরা রোদ্দুরের মত
পিছন থেকে টানছে অচেনা গোধূলি মেঘ –
অনন্ত ধূসর বালিয়াড়ি সূর্যাস্তের রঙ মাখছে।


কুয়াশায় ছিন্ন ভিন্ন হয় যৌবনের আগ্নেয়গিরি
মনের জানালায় উঁকি দেয় মরমী বসন্তের রঙ
ফাগুন হাওয়ায় ফিরে ফিরে চায় অতীত জীবনের অহং।


মায়ের আঁচল ছেঁড়ে বেরিয়ে এসে যুবকরা হয় পুরুষ
সুদূর দিগন্তে ছুঁয়ে যেন ছুটে চলেছে অশ্বমেধের ঘোড়া
রক্ত টগবগ করে ফুটছে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা।


মলিন ক্যানভাসে আজ বিকলাঙ্গ শরীরের আবছা অবয়ব
যৌবন যে কখন পেরিয়ে গেল মরা বসন্তের হাত ধরে
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের প্রতিবিম্ব দেখে হতবাক!


       *******


রচনাকাল – ০২/০৩/২০২১