আঁস্তাকুড়ে পড়ে আছে শৈশব
নোংরা আবর্জনা থেকে মুখ উচু করছে এক শিশু
অসুস্থ সময় থমকে দাঁড়িয়ে দেখে
বিষণ্ণ আঁধারে শৈশব চুরি হয়ে যায়।


এতো উৎসব এতো রোশনাই তবুও আঁস্তাকুড়ে খাবার খুঁজছে শিশুর দল
ভাঙা মঞ্চের উপর উল্লাস করছে উচ্ছিষ্ট শিশুরা
কেউ নেই, মাঝ রাত্তিরে ভাঙা মঞ্চের ওরাই রাজা।


আঁস্তাকুড়ের নোংরা ঘাঁটা জীবন
প্রদীপের নীচে এতো অন্ধকার ক'জন জানে
আঁধার পেরিয়ে কবে দেখবে ওরা আলোর মুখ!


ছিন্নমূল মানুষের মতো লড়াকু অস্তিত্ব  -
সভ্যতা এগিয়ে চলেছে, মানুষ এগোয়নি আজও
আকাশ জুড়ে রামধনু রঙ, ওদের রঙ হারিয়ে গেছে আঁস্তাকুড়েই।


              ********


২৩ মে ২০২৩