তিন দিনের ভারী বৃষ্টিতে ভেসে গেছে গ্রাম থেকে শহর
যে দিকে চোখ যায় শুধুই জল আর জল ...
শহরের রাস্তাগুলো যেন এক একটা খামখেয়ালী নদী।


গ্রামের মানুষের দুর্দশার অন্ত নেই –
গাছপালা থেকে শুরু করে ভেঙ্গে গেছে মাটির বাড়ি
জীবনের রঙে লেগেছে ভরা শ্রাবণের গ্রহণ!


একনাগাড়ে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার পাগলামি
বঙ্গোপসাগরেও এখন মাঝে মধ্যে দেখা যায় টর্নেডো ঝড়
এক মিনিটের ঝড়ে সবকিছু মাটির সাথে মিশিয়ে দেবার বীভৎস খেলা!


শহরের জীবন যেন থমকে গেছে অচিন অন্ধকারে –
রাস্তার জল কোথায়ও এক কোমর আবার কোথায়ও এক বুক
হাসপাতাল, আদালত চত্তর সর্বত্র একই ছবি।


প্রকৃতির কাছে মানুষ আজও অসহায় –
নদীগুলো ফুঁসছে, যে কোন মুহূর্তে ভেঙে যাবে নদী বাঁধ
চাষের জমি ডুবে আছে অতল জলের নীচে।


    ******


রচনাকাল – ৩০/০৭/২০২১