মাটি খুঁড়ে খুঁড়ে বের করে আনি জল
গভীর কূপের ভেতর লুকিয়ে শ্রমের ফল!


মরুভূমিতে ছুটে বেড়াও তৃষ্ণার্ত জলের আশায়
তৃষ্ণায় ফেটে যায় বুক গভীর জল পিপাসায়!


পাখিরা উড়ছে আকাশে খুঁজছে জলের নদী
পাবো তো খুঁজেই একদিন দেখা হয় যদি!


মাটির ভেতর লুকিয়ে আছে লক্ষ কোটি ধন
তবুও মানুষ ব্যাঙ্ক থেকে করে কোটি কোটি লোণ!


ঘুমিয়ে আছে হৃদয় মাঝে একটা অদেখা স্বপ্ন
বিশ্ব ভুবন হাতের মুঠোয় মাটির মধ্যে রত্ন!


               ******