পৃথিবীর বুকে কত কান্না
ক’জন রাখে খোঁজ
অভুক্ত রাত্তির দেখছে জীবন
লক্ষ মানুষ রোজ!


নক্ষত্র আলোয় জোনাকি হাসে
মানুষ ভুলেছে হাসি
কান্নার দাম নকশি কাঁথায়
শুকিয়ে হয়েছে বাসি!


আজন্ম ঋণ মাথার উপর
শোধ হবেনা জানি
ধুলোর পৃথিবী বড়ই কঠিন
ক’জন আছে দানি!


জীবনটা নয় খেলার পুতুল
সারাটা জীবন কান্না
রাত পেরিয়ে ভোর হবেই
হবেনা তবুও রান্না!


রূপকথা মন ভালবাসা চায়
ঘুমেতে শুধুই স্বপ্ন
শরতের মেঘ কান্না মোছাবে
এই আশাতেই মগ্ন!


   ****