তুমি পরেছিলে আটপৌরে শাড়ি -
সাধারণত এখন মেয়েরা শাড়ি পরে না বললেই চলে
কুমারী মেয়ে লাজুক আঁখি দেখা য়ায়?


রঙচটা হলেও সেদিন যেন ভাল লেগেছিল তোমাকে
অতি সাধারণ একটি মেয়ে লাজুক চেয়ে আছে আনমনে
দিগন্তের গোধূলি ছুঁয়ে চলে যায় ওষ্ঠ ...


গ্রাম্য জীবনে এক কুমারীর যুবতী হয়ে ওঠার কাব্য
শ্যামলা গায়ের রঙ, তবুও অপূর্ব মাধুর্য ছুঁয়ে যায় হৃদয়
মুখের সরল হাসিটা আজও অমলিন।


এক কম বয়সী মেয়ের শাড়ি পরে আছে ভাবা যায়
প্রকৃতির ছায়ায় বেড়ে ওঠা সহজ সরল গ্রাম্য মেয়ে
চাহিদা নেই, পাখিদের সাথে কথা কয় মনের আনন্দে।


ভা লো বা সা, সত্যি বলছি আজও ভুলিনি তাকে  
ইট কাঠ পাথরের শহুরে জীবনে আমরা সব্বাই ব্যস্ত
কিন্তু সরল গ্রাম্য মেয়েটা আজও উঁকি মারে হৃদয়ের জানালায়।


     *****


রচনাকাল – ২৯/১০/২০২১