ঘুম চোখে অভিমান আর নয়
বকুলের ঘ্রাণ মিশে আছে ভোরের বাতাসে
ঝিরঝিরে বৃষ্টিতে চোখের পাতা ভিজে যায়।


ভিজে উঠোনে ঘুম ভাঙা রামধনু আলো
বাতাসের ফিসফিস কথাগুলো থমকে দাঁড়িয়ে
শ্রাবণের মেঘ মানুষের ব্যথা বোঝে না!


নিঃশব্দে রাতে চাঁদের আলো পড়েনি চোখে
অবিরাম বৃষ্টি ফোঁটায় কান্না ভেসেছে সারারাত
ঘুম চোখে অভিমান আর নয় ...


বর্ষা হয়েছে ঋতুবতী ...
ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক
মানুষ বাঁচতে জানে অভিমান ভুলে।


গরীব মানুষ হাসতে জানে ভালবাসতেও জানে
অবিরাম, অনন্তকাল ধরে ...
নষ্ট বাতাস বুক চিতিয়ে অট্টহাসি হাসে।


ঝড়ো হাওয়া, অবিরাম বৃষ্টি
একদিন যাবে থেমে -
অতীত ভুলে বাঁচবো বলে হাসছি নতুন করে!


    ********