চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে অসহায় মানুষ
মাটির বুকে কান্নার শোকগাথা লিখেছে বেদুইন মন
জীবন থেকে হারিয়ে যাচ্ছে সুখের জলতরঙ্গের ধ্বনি।


চোখ রাঙাছে দুঃসময়ের কালো ছায়া  -
তবুও কৃষ্ণচূড়ার শাখায় শাখায় লাল হলুদের অপূর্ব সমারোহ
অর্ধমৃত মানুষের আর্ত চিৎকার বিলীন হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে।


ভালোবাসার রূপকথার গল্প কেউই আর শুনতে চাই না
হৃদয়ের জানালায় দোলা দেয় না বসন্ত উৎসবের সুগন্ধ
ঝরে যাওয়া শিউলি ফুলের মতো গন্ধহীন বিবর্ণ জীবন।


দখিনা হাওয়ায় ক্রমশ মিশে যাচ্ছে আগুনের হলকা -
জীবনের বাঁকে বাঁকে কষ্টের উপকথা লিখছে মানুষ
চাবুকের আঘাত সহ্য করেও বেঁচে থাকে মানুষ, কিন্তু ক্ষুধার্তের যন্ত্রণা ...


ভালো মানুষ মন্দ বাতাসের গতিবেগ বুঝতে পারছে না
ছেঁড়া বিছানায় শুয়ে আছে একমুঠো অভিমান
নিঃস্ব অসহায় মানুষের পাঁজর মাড়িয়ে চলে যাচ্ছে অভুক্ত সভ্যতা।


             *******


রচনাকাল  -  ১৯/০৫/২০২১