পাশাপাশি হাঁটতে চাই সারাটা জীবন
আসবে ঝড় সামলে নেব দুজন -
চলার পথে জীবনের বাঁকে বাঁকে অসংখ্য উত্থান পতন
সুখের কাব্য জুড়ে শুধুই ভালোবাসার মহাকাব্য।


লাল হলুদের মেলা যেন কৃষ্ণচূড়া রাধাচূড়ার মিলনের গান
সারা প্রকৃতি জুড়ে ছেয়ে গেছে ফুলে ফুলে
ভালোবাসার এমন অপরূপ রূপ আর কোথাও নেই
মানুষ বড় ভালোবাসার কাঙাল ...


ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হাতে হাত রেখে অঙ্গীকার চাই
পিছল পথের বাধা কাটিয়ে জীবনকে উপভোগ করতে হবে
গোলাপের সুগন্ধ নিলে চলবে না, তারও কাঁটা আছে
ভালোবাসা মানে মসৃণ পথ নয়, ভালোবাসা মানে হৃদয়ের বন্ধন।


হৃদয়ে লেখা উপন্যাসে রঙ থাকে না  -
শুকনো মরূদ্যানে কখনো কখনো পারিজাত ফুল ফোটে
পাশাপাশি সারাটা জীবন হেঁটে দেখো সব্বাই, ভুল হবে না পথ
ভালোবাসার মোহরকুঞ্জে মিলবে সোহাগের বালুচর।


          ******


রচনাকাল  - ১৮|০৫|২০২২