নতুন বইয়ের গন্ধ ভরে গেছে আকাশ বাতাসে
স্পর্শ করলেই হৃদয়ে এক অন্য অনুভূতির সৃষ্টি হয়
বইমেলা মানে অলীক মুক্তির স্বাদ ...


সাহিত্যের মিলন মেলার এতো বড় উৎসব আর কোথায় আছে
লক্ষ লক্ষ সাহিত্য প্রেমী মানুষের আগমন ঘটে বইমেলায়
নবীন প্রবীণ লেখকদের সৃজন শীলতায় জেগে ওঠে সাহিত্য প্রাঙ্গণ।


ধুলো ওড়া বিকেল বইয়ের গন্ধে মঁ মঁ করছে বইমেলা
কত অচেনা শব্দের ওড়াউড়ি, কত অচেনা মানুষের সাথে আলাপ
আড্ডা মজা গান কবিতা ভেসে আসছে মেলার বিভিন্ন প্রান্ত থেকে ...


বিকেল গড়িয়ে সাঁঝ মেলা প্রাঙ্গণ যেন জনসমুদ্র -
নীল রোদ্দুর ক্রমশ আধখানা চাঁদকে বুকে জড়িয়ে ভেসে ওঠে সাঁঝের আকাশে
প্রতি বছর অসংখ্য বই প্রেমি মানুষ এই মিলন মেলার জন্যে প্রতিক্ষা করে।


              *****


রচনাকাল  - ০৯/০৩/২০২২