পঞ্চবাণ কাব্যমালা


শিরোনাম  - বর্ণমালা
*********************


বুকের পাঁজরে কাব্যের ঝড় বয়
বর্ণমালার অক্ষর ঝাপসা মনে হয়
রাত গভীরে আসেনা কেন ঘুম
শব্দ কোষ হাঁটে যেন দুমদুম
লিখলেই কী কবি হওয়া যায়!


            ********


শিরোনাম  - অস্থি
******************


রেল লাইনের দু'ধারে হাজার বস্তি
আলো আঁধারি জীবনে কবে স্বস্তি
কেউ দেখেনা কোথায় তাদের সুখ
বাসি রুটিতে মেটায় ওদের ভুখ
কোথায় ভাসাবে অভাবী মরণ অস্থি!


            ********


রচনাকাল - ২৭/০২/২০২১